Latest News

6/recent/ticker-posts

Ad Code

Panchayat Election 2023: ঝুলে জয়ী প্রার্থীদের ভাগ্য! জেলাশাসকদের চিঠি কমিশনের

ঝুলে জয়ী প্রার্থীদের ভাগ্য! জেলাশাসকদের চিঠি কমিশনের 


WB Panchayat Election

রাজ্য পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় 'পঞ্চায়েতে (Panchayat Election 2023) জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) মামলার রায়ের ওপর', এমনটাই মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আর এবার সেই কথাই জেলাশাসকদের বিজ্ঞপ্তি পাঠিয়ে জানালো রাজ্য নির্বাচন কমিশন।



মামলার ভবিষ্যতের উপর জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ভর করবে, এটা মনে রাখতে হবে, এমনি পর্যবেক্ষণ আদালতের। নির্বাচন সংক্রান্ত সব নথি সংরক্ষণ করতে হবে। ব্যালট, সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য সংরক্ষণ করবে নির্বাচন কমিশন,' সব অভিযোগ নিয়ে রাজ্য ও কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা তলব। এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এরপর জেলাশাসকদের সেই মর্মে চিঠি দিল কমিশন।



জানা যাচ্ছে, যে সংশ্লিষ্ট জেলার প্রত্যেক জয়ী প্রার্থীকে যেন কমিশনের নোটিস সম্পর্কে অবিলম্বে জানানো হয়। জেলাশাসকদের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, আদালতে এই মামলা বিচারাধীন তাই হাইকোর্টের পূর্ব পর্যবেক্ষন মতো সেই মামলার রায়ে কী বেরোয়, তার উপরই নির্ভর করবে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ।



হিংসা -হানাহানি, অশান্তি, ভোটলুট, ছাপ্পার অভিযোগ পঞ্চায়েত নির্বাচন ঘিরে। প্রানহানিও হয়েছে একাধিক। এনিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই জনস্বার্থ মামলার শুনানিতে 'মামলার রায় জয়ী প্রার্থীর ভবিষ্যত নির্ভর করবে' মন্তব্য করেন বিচারপতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code