Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Panchayat Election 2023: কমিশনের গেটে তালা শুভেন্দুর!

WB Panchayat Election 2023: কমিশনের গেটে তালা শুভেন্দুর!

Suvendu Adhikari


রাজ্যে অনুষ্ঠিত হল পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহন। দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর মিলেছে। আদালতের নির্দেশে পরেও শান্তিপূর্ণ নির্বাচন না হওয়ায় রাজ্য নির্বাচন কমিশনের মেন গেটে তালা ঝুলিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



আদালতের নির্দেশ সত্ত্বেও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হল না। বেলাগাম সন্ত্রাসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবার কমিশনে প্রতীকী তালা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 



ভোটে বেলাগাম সন্ত্রাস হয়েছে, এই পরিস্থিতিতে কমিশনারকে ফোন করে 'হুমকি' দেন শুভেন্দু। সন্ধে ৬টায় কমিশনের দফতরে গিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কত রক্ত চাই বলে রাজ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সেই মতো কমিশনে প্রতীকী তালাও ঝোলান শুভেন্দু । 



শুভেন্দু অধিকারী জানান, ' উচ্চ আদালতের নির্দেশ ছিল, সিসিটিভি মনিটরিং-এ হবে পুরো নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। হলফনামা দিয়ে সচিব, নির্বাচন কমিশন, নীলাঞ্জন শাণ্ডিল্য আদালতে আশ্বস্ত করেছিলেন। তাতে বসেছিল, আমরা ৯৫ শতাংশ বুথে সিসিটিভি লাগিয়ে দিয়েছি এবং ৫ শতাংশ বুথে আমরা সিসিটিভি লাগাতে পারিনি। ওখানে ভিডিয়োগ্রাফি করেছি। আমরা দাবি করেছি, কালকে দুপুরে মধ্যে সিসিটিভি, ভিডিয়োগ্রাফি দুটোই বিশেষজ্ঞ টিমকে দিয়ে, যদি non-Functioning থেকে থাকে, আর যদি সিসিটিভিতে দেখা যায়, ছাপ্পা হয়েছে, বাইরের লোক ঢুকেছে, সেই নির্বাচন কেন্দ্রগুলিতে নির্বাচন বাতিল করে, আগামী পরশুদিন বা দরকার হলে গণনার দিন পিছিয়ে, মঙ্গলবার নির্বাচন করতে হবে এবং সেখানে এক সেকশান করে CRPF রাখতে হবে'।



তিনি আরো বলেন, 'যেমন ডায়মন্ড হারবারে একাধিক বুথে হয়েছে। গতকালই ছাপ মারা হয়েছে। সেই প্রিজাইডিং অফিসার অথবা পোলিং অফিসারকে এফআইআর করতে হবে তাদের বিরুদ্ধে। যদি কেউ দুষ্কর্ম করে থাকে, তাঁদের উইটনেস করতে হবে অথবা এফআইআর করতে হবে।' 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code