Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Panchayat Election: কমিশনের বিরুদ্ধে গণনার দিন হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

WB Panchayat Election: কমিশনের বিরুদ্ধে গণনার দিন হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari



রাজ্য পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহনের দিনে অশান্ত বাংলা। চারিদিকে অশান্তির ছবি। ভোটলুট থেকে ব্যালট বাক্স ছিনতাই একাধিক ঘটনা ঘটেছে। প্রাণহানি হয়েছে একাধিক। সকাল থেকে এবিষয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। কমিশনকে ফোন করে তারা ঝোলানোর হুমকিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মতোই প্রতীকী তারা ঝোলালেন কমিশনে। শুধু তাই নয় গণনার দিন হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।



কমিশন থেকে বেড়িয়ে সাংবাদিকের সামনে তুলে ধরেন দাবি দাওয়া। তাঁর দাবি, কমিশন কালকের মধ্যে সিসিটিভি ফুটেজ চেক করুক। যেখানে যেখানে ছাপ্পা হয়েছে, ভোটলুট হয়েছে নতুন করে ভোট হোক। প্রয়োজনে গণনার দিন পিছিয়ে দিয়ে ভোট গ্রহন হোক। এমনটাই দাবি তার।



তিনি আরো বলেন, 'বিজেপি প্রার্থী ভোট শুরুর আগে ঢুকেছেন, পোলিং এজেন্ট দিয়েছেন, কিন্তু যখন ব্যালট বক্স সিল হচ্ছে তখন বিজেপি প্রার্থী বা তাঁর পোলিং এজেন্ট সিলিংয়ের সময় নেই, ধরে নিতে হবে তাঁদের এক-দুঘণ্টা পরে মেরে বের করে দেওয়া হয়েছে। বা, ভয় দেখিয়ে বের করিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও নির্বাচন বাতিল করতে হবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code