অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করালেন সমাজসেবী সুমন চ্যাটার্জী

Siliguri


নাম পরিচয়হীন এক ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবী সুমন চ্যাটার্জী। জানা যাচ্ছে, এক অচেনা ব্যক্তি রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন কোনো কর্ণপাত করছিলেন না লোকাল মানুষ ও পথচলতি মানুষ। সেই ব্যাক্তির পায়ে ইনফেকশন। সেই কাতর যন্ত্রনা সহ্য করেই একটা রাত কাটিয়ে দিয়েছেন ফুটপাতে। 



অজানা সেই ব্যক্তির করুণ দশা দেখে কাওয়াখালি এলাকার স্বদেশ সরকার নামেল এক ব্যক্তি সুমন চ্যাটার্জীকে ফোন করে বিষয়টি জানান। এরপরেই খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাড়ি প্রশাসনের সহযোগিতায় সেই ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন। 



তবে কে তিনি, কি বা নাম পরিচয় কোথায় থাকেন এখনও কোনো কিছু জানা যায়নি। সুমন চ্যাটার্জীর এরুপ হৃদয়দরদী পদক্ষেপের জন্য কুর্ণিশ জানাচ্ছে উত্তরবঙ্গের ওয়াকিবহাল মহল।