SSC MTS Recruitment: মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ স্টাফ সিলেকশন কমিশনে


Staff selection commission


স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এমটিএস (নন টেকনিক্যাল) স্টাফ এবং হাবিলদার (সিবিআইসি অ্যান্ড সিবিএন) পদে নিয়োগের আবেদন গ্রহন করছে। আনুমানিক ১৫৫৮টি শূন্যপদ পূরণ করা হবে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। মাল্টিটাস্কিং স্টাফের ১১৯৮টি শূন্যপদ এবং হাবিলদারের ৩৬০টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন।



এই পদ গুলিতে আবেদনের জন্য শেষ তারিখ ২১শে জুলাই। সিবিএন-এর হাবিলদার এবং এমটিএস পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সিবিআইসি-র হাবিলদার এবং এমটিএস-এর অন্যান্য পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য নিয়ম অনুযায়ী ছাড় থাকবে।



আবেদনকারীকে প্রথমে SSC-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। এরপর আবেদন করতে হবে। আবেদনের জন্য ১০০ টাকা ফি জমা করতে হবে। মহিলা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের কোনো ফি লাগবে না।

অফিশিয়াল ওয়েবসাইট: www.ssc.nic.in