Election Duty : ভোট চলাকালীন ব্যালট পেপার সংক্রান্ত কতকগুলি সম্ভাব্য জটিলতা ও তার সমাধান
CANCELLED, REFUSED TO SIGN
যদি কোনো ভোটার ব্যালট পেপারের কাউন্টার ফয়েলে সই/টিপসই করতে রাজি না হন, তাহলে তাঁকে ব্যালট পেপার ইস্যু করা যাবে না। তখন ব্যালট পেপারটি PRESIDING OFFICER নিয়ে নেবেন এবং ব্যালট পেপারের গায়ে CANCELLED, REFUSED TO SIGNএই কথাটি লিখে সই করে আলাদা খামে ভরে রাখবেন এবং ঐ ব্যালটের COUNTER FOIL এও একই কথা লিখে রাখবেন। এই ভোটারকে নতুন কোন ব্যালট ইস্যু করবেন না।
DEFECTIVE BALLOT PAPER
ইস্যু করার সময় যদি ব্যালট পেপারটি ছিঁড়ে যায় বা কেটে যায় বা কালি লেগে যায়, তাহলে সেটি ভোটারকে ইস্যু করা যাবে না। তখন ব্যালট পেপারটি Presiding Officer নিয়ে নেবেন এবং ব্যালট পেপারের গায়ে DEFECTIVE BALLOT PAPER: CANCELLED BALLOT এই কথাটিa লিখে সই করে আলাদা খামে ভরে রাখবেন এবং ভোটারকে একটি পরিষ্কার ব্যালট পেপার ইস্যু করবেন।
CANCELLED, VOTING PROCEDURE VIOLATED
কোনো ভোটার যদি ভোট কক্ষের বাইরে এসে ভোট দেয় বা কাকে ভোট দিয়েছে, সে কথা জানিয়ে দেয় ইত্যাদি ক্ষেত্রে ঐ ব্যালটটি Presiding Officer নিয়ে নেবেন এবং ব্যালট পেপারের গায়ে CANCELLED, VOTING PROCEDURE VIOLATED এই কথাটি লিখে সই করে আলাদা খামে ভরে রাখবেন ঐ ব্যালটের COUNTER FOIL এও একই কথা লিখে রাখবেন।
RETURNED & CANCELLED
যদি কোনো ভোটার ব্যালট পেপার নেওয়ার পরে, তাঁর পচ্ছন্দমত প্রার্থী না থাকার দরূণ, ভোট না দিয়ে ব্যালট পেপারটি ফেরৎ দেন, তখন সেটি নিয়ে নেবেন এবং ব্যালট পেপারের গায়ে RETURNED & CANCELLED এই কথাটি লিখে সই করে আলাদা খামে ভরে রাখবেন ঐ ব্যালটের COUNTER FOIL এও একই কথা লিখে রাখবেন।
উপরিউক্ত সকল ক্ষেত্রে কাউন্টার ফয়েলগুলি বান্ডিলের মধ্যেই থাকবে এবং এই ব্যালট পেপারের হিসাব Ballot Paper Account (ফর্ম-১৮) এ আসবে।
এই ধরনের পঞ্চায়েত ভোট সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে আমাদের ফলো করুন গুগুল নিউজ- LINK
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊