জেলার সর্ববৃহৎ পুরনো মহরম উৎসবে পীরতলায় জোর কদমে প্রস্তুতি
দক্ষিণ দিনাজপুর: রাত পেরোলেই মহরম উৎসব জোর কদমে প্রস্তুতি দক্ষিণ দিনাজপুরে।
প্রত্যেক বছরের মতোই দক্ষিণ দিনাজপুর জেলায় আগামীকাল মহরম উৎসব পালিত হবে। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন মহরম অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম বংশীহারী ব্লকের পীরতলার মহরম। বহু বছর ধরে হাজার হাজার মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে।
ইসলামিক ক্যালেন্ডারের মাস চাঁদ অনুযায়ী হয়। চন্দ্র মাসের উপর নির্ভরশীল এই ক্যালেন্ডারের প্রথম মাস মহরম। এরপর সাফার, রাবি-আল-থানি, জুমাদা আল-আউয়াল, জুমাদা আত-থানিয়া, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জুল-কাদাহ এবং জু আল-হিজ্জাহ মাস। পবিত্র মাস গুলোর মধ্যে এই মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। চান্দ্র ক্যালেন্ডারে একটি মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ বা ৩০ দিনে হয়।
সম্পূর্ণ প্রশাসনিক নিষেধাজ্ঞা মেনে দক্ষিণ দিনাজপুর জেলার পীরতলায় বুড়া পীরের মাজারে এবছর মহরম উৎসবের মেতে উঠবেন ইসলাম ধর্মবলি মানুষজন। তাই সাড়ে চারশো বছর ধরে মহরম উৎসব পালিত হয়ে আসছে পীরতলায়। বিদ্যালয় মহরম কমিটির অন্যতম কর্মকর্তা মহিদুর রহমান সংবাদমাধ্যমের সামনে ঠিক কি জানিয়েছেন শুনুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊