Primary Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট
প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment) স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট (Supreme Court)। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খারাপ খবর। চলতি সাড়ে এগারো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের ওপর স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)।
2020-2022 সালের D.EL.ED/B.ED মামলার কারণে আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সুপ্রিমকোর্টের এই নির্দেশের ফলে আপাতত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে (West Bengal Primary Recruitment Board)। বিচারপতি হিমা কুহেলি ও রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। আগামী কোনো নির্দেশ না আসা পর্যন্ত এই রায় বহাল থাকবে প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment)।
কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ২০২০-২২ এর প্রার্থীদের প্রাথমিকে অংশগ্রহনে 'না' বলেন। আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থীদের প্রাথমিকে অংশগ্রহন করার নির্দেশ দেন। সুপ্রিমকোর্টের বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিলেন। ফলে প্রার্থীদের অপেক্ষার প্রহর বাড়লো।
চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ শেষ হয়েছে। দ্রুত ফল প্রকাশের তোড়জোড় শুরু করেছে পর্ষদ। এর মধ্যেই শীর্ষ আদালতের স্থগিতাদেশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊