মণিপুরে মহিলা নির্যাতন ও UCC বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অরগানেজেশন

Manipur Issue protest


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- মণিপুরে দুই আদিবাসী মহিলা নির্যাতন ও কেন্দ্রসরকারের ইউসিসি বাতিলের দাবিতে আজ বর্ধমান কার্জনগেটের সামনে বিক্ষোভ মিছিলে সামিল হলেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অরগানেজেশন ওয়েষ্টবেঙ্গল বর্ধমান শাখা।এদিন তার বর্ধমান রেল স্টেশন থেকে পায়ে হেঁটে কার্জনগেটের কাছে বিক্ষোভ দেখান। পাশাপাশি জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রী অমিত শা এবং অর্জুন মুন্ডার কাছে স্মারকলিপি প্রদান করেন।




সাম্প্রতিক সোশাল মিডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটা করাচ্ছেন এক দল যুবক। ভিডিওতে এও দেখা গেছে রাস্তা দিয়ে হাঁটার সময় কয়েকজন যুবক ওই নগ্ন মহিলাদের সঙ্গে অসামাজিক কার্যকলাপ করেছেন। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হলো গোটা দেশ জুড়ে। এই ঘটনার পরই দোষীদের স্বাস্তির দাবি জানিয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক দল গুলো। আর এরই আজ বিক্ষোভ সমাবেশ শামিল হলো বর্ধমান ১নং মুলুক মাঝি পারগানা মহলের পক্ষ থেকে বর্ধমান কার্জনগেটের সামনে বিক্ষোভ দেখান তারা। বর্ধমান ১নং মুলুক মাঝি পারগানা মহলের পক্ষ থেকে প্রায় হাজার খানেক পুরুষ মহিলা সামিল হন।




ইউনাইটেড ফ্রম অফ অল আদিবাসী অরগানেজেশন ওয়েষ্টবেঙ্গল জয়েন্ট কনভেনার রামদাস কিসকু বলেন মণিপুরে আদিবাসী মহিলাদের উপর যে অত্যাচার এবং কেন্দ্রসরকারের ইউ সিসি বিল যে আনা হয়েছে তার বিরুদ্ধে ইউনাইটেড ফ্রম অফ অল আদিবাসী অরগানেজেশন ওয়েষ্টবেঙ্গল প্রতিটি জেলায় বিক্ষোভ সমাবেশ এবং জেলা শাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী, এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। রামদাস কিসকু বলেন পাশাপাশি মালাদার ঘটনায় রাজ্যসরকারের কাছে ও স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তারা।