Latest News

6/recent/ticker-posts

Ad Code

Panchayat Election: ভোটে কারচুপি রুখতে নয়া কৌশল কমিশনের, থাকছে QR কোড

Panchayat Election: ভোটে কারচুপি রুখতে নয়া কৌশল কমিশনের, থাকছে QR কোড

Panchayat Election


আগামীকাল ৮ জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির চিত্র ফুটে উঠেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে সারা রাজ্যে এক দফায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন করা নির্দেশ দিয়েছিল আদালত। কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। এই আবহে রাজ্য নির্বাচন কমিশনের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ হবে। রাজ্য নির্বাচন কমিশন অশান্তি ও কারচুপি বা ভোট লুট এমন কোন ঘটনা দেখলেই যে কেউ নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বরে ফোন করে জানাতে পারবে। এবার ভোটের কারচুপি রুখতে নয়া ব্যবস্থা নিয়েছে কমিশন। প্রত্যেকটি বুথে পাঠানো ব্যালট বাক্সে থাকছে কিউআর কোড। 



কমিশন সূত্রে খবর সে পাঠানো হলো সহ একাধিক তত্ত্ব থাকবে এর আগে ভোটগ্রহণের পর ফলকেন্দ্র থেকে ব্যালট বাক্স বদলের অভিযোগ উঠেছিল। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভূয়ো ব্যালট পেপার তৈরির অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে কমিশনের নয়া কৌশল ব্যালট বাক্সে কিউআর কোড। আগামীকাল রাজ্য রাজ্যে ৬০ হাজার বুথে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। প্রতিটি বুথে পাঠানো ব্যালট বাক্সে থাকবে কিউআর কোড। 



জানা গিয়েছে, এবার অধিকাংশ বুথেই নতুন ব্যালট বাক্স ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য পুরনো ব্যালট বাক্সেই ভোটগ্রহণ হবে। এই সব ব্যালট বাক্সেই নির্দিষ্ট কিউআর কোড এবং নম্বর লাগানো হয়েছে। কিউআর কোড স্ক্যান করলেই কোন বুথে কত ব্যালট বাক্স পাঠানো হচ্ছে সহ একাধিক তথ্য জানা যাবে এর ফলে কারচুপি রোখা যাবে বলেই মনে করছে কমিশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code