Mamata Banerjee: নির্বাচনী হিংসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির ঘোষনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee


রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তির জের প্রাণ হারিয়েছে একাধিক। আজ নির্বাচনী হিংসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির ঘোষনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার পিছু দুই লক্ষ টাকা ও একজনের হোমগার্ডের চাকরি দেওয়ার ঘোষনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী ভোট হিংসায় প্রাণ গিয়েছে ১৯ জনের। রাজনৈতিক দলমত নির্বিশেষে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা। এছাড়া নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 




এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোট হিংসায় মৃতদের সকলের জন্য দুঃখিত, সমব্যথী। পরিবারের সকলকে সমবেদনা জানাই। পুলিশকে ফ্রিহ্যান্ড দিচ্ছি। উপযুক্ত পদক্ষেপ নিন।"



এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। ভোট হিংসায় ১৯ জন মৃত। তার মধ্যে ১০-১২ জন আমাদেরই আছেন। ভোটের দিন ৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪ জন তৃণমূলের। বাকি ৩ অন্যান্যদের। আর্থিক সাহায্যের ক্ষেত্রে দল নিয়ে কোনও ভেদাভেদ হবে না।”