তৃনমূলে যোগদান হলো না নির্দল জয়ীর

TMC



সিউড়ি একনং ব্লকের আলুনদা গ্রামপঞ্চায়েতের জয়ী নির্দল প্রার্থী শেখ জামসেদ আলি । তৃনমূলে যোগদান করার উদ্দেশ্যে মঙ্গলবার সিউড়ি শহর তৃণমূল কার্যালয়ে এসে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটি আহ্বায়ক তথা সিউড়ি বিধানসভাকেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে দেখা করে কিন্তু খালি হাতে ফিরে যেতে হয় জামশেদকে । তৃনমূলের পতাকা হাতে নিয়ে বাড়ী ফেরে জামশেদ । 



জয়ী নির্দল শেখ জামশেদ আলি বলেন, "তৃনমূলেই ছিলাম । বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে পারিবারিক সমস্যার বিষয় নিয়ে আলোচনা করলাম।" 



বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "কংগ্রেসে ছিল । নবজোয়ারে তৃনমূলে যোগদান করার কথা ছিল কিন্তু অভিষেক ব্যানার্জী সময় দিতে না পারায় হয়নি । মানসিকভাবে তৃণমূল পরিবারের সদস্য হয়ে গিয়েছে । পরিবারের সদস্য হিসাবে অধিকার দিয়ে দিয়েছি । একুশে জুলাইয়ের পর বড়ো আকারের যোগদান হবে তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ।"