এবার ভুয়ো সাংবাদিক ! সাংবাদিক পরিচয় দিয়ে হাসপাতালে দুই ব্যক্তি, আসলে কে তারা?

Fake reporter



দক্ষিণ দিনাজপুর: এবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে ভুয়ো সাংবাদিকের হদিশ। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে খবর সংগ্রহ করতে প্রবেশ করে বলে অভিযোগ। হাসপাতালের দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হয় তাদের দেখে। তৎক্ষনাৎ কুশমন্ডি হাসপাতালের বিএমওএইচ অমিত দাসকে খবর দেওয়া হয়। তিনি তাদের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে, ভূয়ো সাংবাদিকেরা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। তখনই হাসপাতালের আধিকারিকদের সন্দেহ হয় এবং তাদের আটক করে মুচলেকা লিখে নেওয়া হয় বলে খবর। 



হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকরা জানান এই ভুয়ো সাংবাদিকেরা বেশ কয়েকদিন ধরে হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করছে। তারা প্রোটোকল না মেনে হাসপাতাল চত্বরের ছবি তুলেছে বলে অভিযোগ। অভিযুক্তদের নাম রোহিত হাজরা ও তৌফিক হোসেন।



জানা যাচ্ছে, তাঁদের কাছ থেকে দু-টি বুম মাইক্রোফোন পাওয়া যায় যেটিতে ডি. বাংলা নিউজ লেখা রয়েছে।

প্রশ্ন উঠছে এরা আদৌ সাংবাদিক কিনা এবং এই সমস্ত বুম ও মাইক্রোফোন দেখিয়ে কোনও অসামাজিক কাজ করত কিনা এই প্রশ্ন থেকেই যায়। অবশেষে তাদের হাতে মুচলেখা লিখে নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।