Latest News

6/recent/ticker-posts

Ad Code

Chandrayaan-3: 'সোনার অক্ষরে লেখা থাকবে দিনটি...' চন্দ্রযান ৩-এর উৎক্ষেপনে বার্তা মোদীর

Chandrayaan-3: 'সোনার অক্ষরে লেখা থাকবে দিনটি...' চন্দ্রযান ৩-এর উৎক্ষেপনে বার্তা মোদীর

Pm modi



শুক্রবার দুপুর ২ টো বেজে ৩৫ মিনিটে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান ৩-এর। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত চন্দ্রযান ৩ চাঁদের ঠিকমতো অবতরণ করলে আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত। তার আগেই এই অভিযানের সাফল্য কামনা করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



প্রধানমন্ত্রী লেখেন, 'ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে সবসময়ের জন্য সোনার অক্ষরে লেখা থাকবে ১৪ জুলাই, ২০২৩ দিনটি। চন্দ্রযান ৩ আমাদের তৃতীয় চন্দ্রাভিযান। আমাদের দেশের আশা এবং স্বপ্ন নিয়ে উড়ান দেবে এটি।'



তিনি আরও লিখেছেন, 'চন্দ্রযান ২-এর পর চন্দ্রযান ৩ অভিযান হচ্ছে। এটা চাঁদের ভূমি পর্যবেক্ষণ করে আমাদের চাঁদ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে।' ভবিষ্যতে চাঁদের বসতি গড়া যাবে কিনা তা নিয়ে নিরন্তর গবেষণা চলেছে।'



দেশের মানুষদের এই অভিযান সম্পর্কে আরও জানা উচিত, মহাকাশ গবেষণা নিয়ে ভারত কী কী করেছে, কতটা এগিয়েছে, সেই বিষয়েও জানা উচিত বলে মন্তব্য করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code