গ্রাম থেকে চন্দ্রাযান-৩ অভিযানে বীরভূমের বিজয়কুমার দাঁই
চন্দ্রযান -৩ উৎক্ষেপন হয়েছে চোদ্দো জুলাই ৷ চাঁদে পৌঁছতে সময় লাগবে প্রায় ৪৫ থেকে ৪৮ দিন ৷ ইসরোর সিনিয়র তথ্য সম্প্রচারের দায়িত্বে রয়েছেন বীরভূম জেলার মল্লারপুর থানার দক্ষিণগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিনগ্রামের বিজয়কুমার দাঁই ৷
২০০০ সালে মাধ্যমিক পরীক্ষায় ভালো সাফল্য নিয়ে উত্তীর্ন হয় দক্ষিনগ্রাম জগত্তারিনী বিদ্যায়তন থেকে ৷ বেলুরমঠ রামকৃষ্ণ মিশন থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হয় ৷ কল্যানী গভঃমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করেন ইলেকট্রনিক্স এন্ড টেলি কমিউনিকেশনের উপর ৷ এমটেক করেন যাদবপুর ইউনিভারসিটি থেকে ৷ তারপর ২০০৭ সালে ইসরো ব্যাঙ্গালোরতে যোগ দেন ৷
২০১৯ সালে চন্দ্রযান ২ তিনি তথ্য সম্প্রচার বিভাগে দায়িত্বে ছিলেন ৷ ২০২৩ সালে চন্দ্রযান-৩ একই দায়িত্ব সামলাচ্ছেন সিনিয়র পদে ৷ গর্বিত পরিবারের লোকজন ৷ বাড়ীতে রয়েছেন মা বাবা দুই ভাই ৷ বাবা পুলিশের এনভিএফ কর্মী ছিলেন । পেনশন পান না তাই চাষবাস করেন । বিজয়ের দাদা বিনয় বাবু মল্লারপুর পূর্ব চক্রের গৌড়বাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন ৷ ছোটো ভাই বাপী দাঁই মাস্টার ডিগ্রি করে চাকরি পায় নি চাষ আবাদ করেন ৷ বিজয় স্ত্রী,এক ছেলে,এক মেয়ে নিয়ে থাকে ৷ বছরে সময় পেলে এক দু'বার গ্রামের বাড়ীতে আসেন ৷
চন্দ্রযান - ৩ সর্বাঙ্গীন সাফল্য কমনা করছে গ্রাম জেলা রাজ্য সহ দেশবাসী ৷ দক্ষিণগ্রামের বাসিন্দা দেবাশীষ রায় বলেন, "খুবই গর্বের দিন । একমাসের ছুটি পেলেই বিজয় বাড়ি আসতো । এছাড়া প্রতিবছর দুর্গাপুজোর সময় বাড়ি আসে । গ্রামে এসে সবার সঙ্গে সাধারণ মানুষের মতোই মিশতো ।"
গত ১৪ই জুলাই চাঁদের দক্ষিণ মেরুর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে চন্দ্রযান ৩। সমগ্র জাতির আশা সঙ্গে নিয়ে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ হয় চন্দ্রযান ৩ এর। শুক্রবার দুপুর ২ টো বেজে ৩৫ মিনিটে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান ৩-এর। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত চন্দ্রযান ৩ চাঁদে ঠিকমতো অবতরণ করলে আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত।
ISRO-এর এই অভিযানে ৬১৫ কোটি টাকা খরচ হচ্ছে। চন্দ্রযান ২ এর তুলনায় অনেকটাই কম খরচ হয়েছে। আগের অভিযানে খরচ হয়েছিল ৯৬০ কোটি টাকা। চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান ৩। এই দক্ষিণ মেরুতেই প্রথমবার জলের খোঁজ পেয়েছিল ইসরোর পাঠানো চন্দ্রযান ১। এবার সেই মেরুতেই চন্দ্রযান ৩।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊