গভীর রাতে ভাড়াটে দুস্কৃতি এনে খুন! ঘটনায় আটক করা হয়েছে ৬ জনকে

Jalpaiguri police


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

বৃহস্পতিবার গভীর রাতে খুনের ঘটনা ঘটলো ধূপগুড়ি থানার অন্তর্গত আংরাভাষা সজনাপাড়া এলাকায়। জানা গেছে, আংরাভাষা এলাকার বাসিন্দা মেহতাব আলম(৪০) রাত আনুমানিক ২ টা নাগাদ তার বাড়ীতে চার-পাঁচ পুরুষ ও দুইজন মহিলা দরজা ভেঙ্গে তার ঘরে ঢুকে পড়েন। আচমকা ধারালো অস্ত্র দিয়ে মেহতাব আলমের ওপর চড়াও হন তারা। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন মেহতাব আলম। স্বামীকে বাঁচাতে এসে ঘটনায় জখম হন মৌমিতা দাস। তবে কোনমতে সুযোগ বুঝে পালিয়ে যায় মেহতাব আলমের দুই সন্তান।খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা। এদিকে ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। 



খবর পাওয়া মাত্র রাতেই ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। এরপর রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সকাল পর্যন্ত ঘটনায় মূল অভিযুক্ত মেহতাব আলমের ভাগনা আফতাব হোসেন সহ পাঁচজনকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ধৃতদের বেশ কয়েকজন বিহারের বাসিন্দা বলে সুত্র মারফত জানা গেছে।




এদিকে ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন মেহতাব আলমের দুই সন্তান। পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যেও। অন্যদিকে মেহতাব আলমের স্ত্রী মৌমিতা দাস বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কি কারণে এই খুনের ঘটনা ঘটেছে । খুনের ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।