সুপ্রিমকোর্টে বড় স্বস্তি অভিষেকের, ইডিকে লুক আউট প্রত্যাহার করার নির্দেশ
সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফর নিয়ে আর কোনো বাঁধা রইল না অভিষেক ও অভিষেক পত্নী রুজিরার। অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহার করতে ইডি-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।বিদেশ যাওয়ার এক সপ্তাহ আগে ইডি-কে জানালেই হবে, বলল সুপ্রিম কোর্ট।
প্রায় দেড় মাস আগে বিদেশ সফরে যেতে বিমানবন্দরে বাঁধার সম্মুখীন হন অভিষেক বন্দোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দোপাধ্যায়। ইডির বাঁধার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যান রুজিরা। রুজিরার বিরুদ্ধে তদন্ত চলায় দেশ ছেড়ে যেতে পারবেন না, এমনই বলা হয়েছিল ইডির তরফে। যদিও রুজিরা আগেই ইডিকে বিদেশযাত্রার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছিলেন। সেই ঘটনার জন্য এবার ইডি ক্ষমা চাইল শীর্ষ আদালতে (Supreme Court)। সূত্রের দাবি, ইডির অবগতিতেই বিদেশ যাচ্ছিলেন, রুজিরাকে আটকানো ঠিক হয়নি। এই ঘটনায় ক্ষমা চেয়েছে সুপ্রিমকোর্ট।
পাশাপাশি আরও জানা যাচ্ছে, রুজিরার বিরুদ্ধে লুকআউট নোটিসও প্রত্যাহার করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে ইডি সুপ্রিমকোর্টে আরও জানিয়েছে, অভিষেকের বিদেশ সফরে কোনো বাঁধা নেই। ইডি জানায় যে, ২৬ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত বিদেশ যেতে তাঁরা অভিষেককে অনুমতি দিয়েছেন।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে অভিষেক রুজিরার পক্ষে সওয়াল করার সময় বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল অভিষেক বিদেশ গিয়েছেন বলে জানালে বিচারপতিদের প্রশ্ন বিদেশ যাওয়া ও লুক আউট পরষ্পর বিরোধী। ইডি জানায় শর্ত শিথিল করা হয়েছে। এরপরেই লুক আউট নোটিস প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊