Big Breaking: ভোটের ফল ঘোষনার পরেও ১০দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ আদালতের
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই অশান্তির চিত্র ধরা পড়েছে। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অনেকেই। ৮ই জুলাই, শনিবার রাজ্যে এক দফায় নির্বাচন। আর ১১ই জুলাই, মঙ্গলবার ফল ঘোষনা। ভোট গ্রহন ও ফল ঘোষনা পুরো প্রক্রিয়ায় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় হবে। তবে এতেই শেষ নয় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে ফল ঘোষনার পর আরও ১০দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলেই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
২০১৮ সালে পঞ্চায়েত ভোটের বা একুশ সালে বিধানসভা ভোটের পর বিক্ষিপ্ত ভাবে হিংসার ঘটনা তুলে ধরে ফল ঘোষনার পর ১০ দিন থেকে ২ সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী রাখার পক্ষে সওয়াল করে মামলাকারীর আইনজীবী। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ফল ঘোষনার পর দশদিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিলেন।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশে জানান, ভোট পরবর্তী হিংসার ঘটনার অতীত দৃষ্টান্ত দেখে আদালতও মনে করছে ভোটের পর অন্তত ১০ দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকা উচিত। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিজেদের অবস্থান পঞ্চায়েতের নোডাল অফিসারকে জানানোর জন্য বলেন বিচারপতি। নোডাল অফিসার বলতে বিএসএফের আইজি পদ মর্যাদার অফিসারকে বোঝানো হয়েছে, যিনি ফোর্স-কো-অর্ডিনেটরের কাজ করছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊