বনদপ্তর এর কর্মীর গুলিতে প্রাণ হারালেন বন বস্তিবাসীর যুবক
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
বনদপ্তর এর কর্মীর গুলিতে প্রাণ হারালেন বন বস্তিবাসীর যুবক। মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার অন্তর্গত খট্টিমারির রাভা বস্তি এলাকা। মৃতদেহ নিয়ে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সামনে রেখে বিক্ষোভ দেখালেন বন বস্তি বাসিন্দারা। কোনমতেই মৃতদেহ ময়না তদন্তের জন্য নিতে দেওয়া হবে না, যতক্ষণ না পর্যন্ত বনদপ্তরের আধিকারিকরা এসে ঠিক কি কারনে গুলি করে মেরে ফেলা হলো যুবককে তার জবাব দেয়।
ঘটনাস্থলে ধুপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী সহ আইসি অ্যাডিশনাল এসপি। এদিকে পরিস্থিতি আরো বেগতিক হতেই ধুপগুড়ি থানার তরফে ডেকে নেওয়া হয় বিরাট পুলিশ বাহিনীকে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব বাহিনী গ্রামের মুখে ঢুকতেই বিরাট সমস্যায় পড়ে। দীর্ঘদিনের দাবি বনবস্তিবাসীর নোনাই নদীর উপর বড় ব্রিজের। আর সংকীর্ণ সেই ব্রিজের কারণেই আটকে গেল বিশাল র্যাব বাহিনীর গাড়ি। কার্যত প্রায় তিন কিলোমিটারেরও বেশি রাস্তা পায়ে হেঁটে রওনা দিলেন পুলিশ ব্যাটেলিয়ান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊