নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পকসো আইনে সশ্রম কারাদণ্ড যুবকের
২০১৯ সালে সিউড়ি থানা এলাকার বাসিন্দা এক যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সঙ্গে সহবাস করে । নাবালিকা গর্ভবতী হয়ে সন্তানের জন্ম দেয় কিন্তু তখন যুবক বিয়ে করতে অস্বীকার করে । সিউড়ি থানায় অভিযোগ দায়ের করে । সিউড়ি থানার পুলিশ পকসো আইনে মামলা রুজু করে যুবককে গ্রেপ্তার করে । নাবালিকা সাবালিকা হওয়ার পর যুবকটি তাকে বিয়ে করে । যুবকটি জামিনে ছাড়া পাওয়ার পর নির্যাতিতাকে সন্তান সহ বাড়ী থেকে বের করে দেয় ।
আসামী যুবকের প্রথম পক্ষের স্ত্রী সন্তান আছে । মামলা চলার পর ছাব্বিশে জুলাই আসামীকে দোষী সাব্যস্ত করে আদালত ।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর রনজিৎ গাঙ্গুলি বলেন, "ভূমিষ্ঠ সন্তানের রক্তের সঙ্গে আসামী যুবকের রক্তের ফরেনসিক রিপোর্ট পজিটিভ আসে । সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে মহামান্য বিচারক আসামী যুবককে কুড়িবছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন ।"
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পকসো আইন সশ্রম কারাদণ্ড যুবকেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পকসো আইন সশ্রম কারাদণ্ড যুবকের #facebookpost #videos #viralvideo #birbhumnews #TodayNews
Posted by Sangbad Ekalavya on Friday, July 28, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊