WTC FINAL 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত, কবে কখন কোথায় দেখবেন খেলা?

WTC FINAL



বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। বুধবার থেকেই শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে মুখিয়ে আছে দুই দেশের ক্রিকেটাররা। গত দুবছর আগে ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। এই নিয়ে টানা দ্বিতীয় বার ফাইনালে উঠেছে রোহিত শর্মার দল।



ম্যাচ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৩

ম্যাচের সূচি: আগামী ৭ জুন, অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে ফাইনাল।

ম্যাচ শুরুর সময়: ভারতীয় সময় দুপুর ৩.৩০ থেকে ম্যাচ শুরু। স্থানীয় সময় সকাল ১০.৩০টা থেকে।

স্টেডিয়াম: ইংল্যান্ডের লন্ডনের কেনিংটন ওভাল স্টেডিয়াম

লাইভ খেলা দেখা যাবে: টিভিতে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে খেলা দেখা যাবে। মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে এই ম্যাচ দেখা যাবে।




এই ম্যাচ হবে ডিউক বলে। সাধারনত ইংল্যান্ডে খেলা হলে এই বলেই হয় খেলা। পাশাপাশি ওভালে ভারতে অতীত রেকর্ড ভালোই আছে। জানা যাচ্ছে, ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। অর্থাৎ খেলা গড়তে পারে ১২ই জুন পর্যন্ত।