রাজ্যের সুপারিশেই সিলমোহর, রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা
রাজ্যের সুপারিশেই সিলমোহর, রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা। প্রাক্তন মুখ্যসচিব তথা অবসরপ্রাপ্ত IAS অফিসার রাজীব সিনহা (Rajiv Sinha) এর নাম আগেই সুপারিশ করেছিল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে সেই ফাইল রাজভবনে পরে রয়েছে সই করেননি রাজ্যপাল সিং ভি আনন্দ বোস। এতদিন পর এবার রাজভবনের সিলমোহর পড়লো সেই সুপারিশে।
গত ২৮ মে-র পর থেকে রাজ্যে নির্বাচন কমিশনার ছিলেন না। রাজভবনের সিলমোহরে নয়া কমিশনার পেল রাজ্য। জানা যাচ্ছে, বুধবার বা বৃহস্পতিবার দায়িত্ব গ্রহন করবেন নয়া নির্বাচন কমিশনার। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয় গতমাসেই। সেই পদেই বসতে চলেছেন রাজীব সিনহা।
রাজীব সিনহা, আইএএস পদে চাকরি করেছেন। রাজ্যের মুখ্যসচিব পদে ছিলেন তিনি। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব পদে ছিলেন রাজীব সিনহা। এই মুহূর্তে শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তিনি। এবার নয়া এক দায়িত্বে বসতে চলেছেন রাজীব সিনহা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊