Panchayat Election 2023 : টিএমসি কী চায়, বুলেট নির্বাচন নাকি ব্যালট নির্বাচন? কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী


Congress MP Adhir Ranjan Chowdhury
Congress MP Adhir Ranjan Chowdhury




রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রথম দিনেই কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখের মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলেছে বিজেপি এবং কংগ্রেস সহ বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে সহিংসতা ছড়াচ্ছে বলে অভিযোগ তাদের।


কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) সময় রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে একটি চিঠি লিখেছেন, যাতে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হতে পারে।


গতকাল কংগ্রেস কর্মী খুনের ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) টিএমসিকে রক্তের রাজনীতি করার অভিযোগ করেছেন। তিনি বলেন, সম্প্রতি মুর্শিদাবাদের খড়গ্রামে এক সক্রিয় কংগ্রেস কর্মী খুন হয়েছেন। পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election 2023) সামনে রেখে এই ঘটনা ঘটেছে। খুনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি খড়গ্রাম প্রশাসনের কাছ থেকে সুরক্ষা পেয়েছিলেন, তার পরেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আমরা এর প্রতিবাদ করব।"


সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) আর বলেছেন – "টিএমসি কী চায়, বুলেট নির্বাচন নাকি ব্যালট নির্বাচন? আমরা টিএমসিকে রক্তের রাজনীতি করতে দেব না।"


এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) লেখা চিঠিতে বলা হয়েছে, "বর্তমানে বাংলায় জঙ্গলরাজ চলছে, যেখানে শাসক দলের কর্মীরা বিরোধী কর্মীদের শয়তানের মতো শিকার করছে। রাজ্যের প্রতিটি প্রান্তে বিশৃঙ্খলার রাজত্ব করছে। ক্ষমতায় থাকা দল গণতন্ত্রের আদর্শকে কবরে চাপা দিয়েছে।


তিনি (Adhir Ranjan Chowdhury) আর লিখেছেন যে "এমন পরিস্থিতিতে আমরা ভয় পাচ্ছি যে ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) অবাধ ও সুষ্ঠভাবে পরিচালনা করা দূরের স্বপ্ন হয়ে থেকে যাবে। তাই আমরা আপনাকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে এই নির্বাচন পরিচালনা করার জন্য অনুরোধ করছি।"