Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোটের প্রথম দিনেই খুন কংগ্রেস কর্মী !


Panchayat Election 2023
ফুলচাঁদ শেখের পরিবার 



পঞ্চায়েত ভোটের প্রথম দিনেই খুন হলেন কংগ্রেস কর্মী। মুর্শিদাবাদের খড়গ্রামের কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের খুন দিয়েই শুরু হলো পঞ্চায়েত নির্বাচন ২০২৩ এর প্রথমদিন। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমার প্রথম দিনই ঝড়ল রক্ত ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এই কংগ্রেস কর্মীর।




শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গতর্গ রতনপুর নলদীপ গ্রামে বাড়ির কাছেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো ফুলচাঁদের ।




সূত্রের খবর গত দশ দিন আগে বাড়ি এসেছিলেন তিনি। কেরলে পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন ফুলচাঁদ। তৃণমূলে যোগ দেওয়ার জন্য তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিলো বলে জানাগিয়েছে। কিন্তু দীর্ঘদিন থেকে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত থাকায়, দল বদলে তিনি রাজি হননি ৷




জানা গিয়েছে, আজ সন্ধ্যায় বাড়ির কাছেই তাস খেলছিল ফুলচাঁদ। সঙ্গে আরও বেশ কয়েকজনও ছিল। সেখানেই, ফুলচাঁদ কে নিশানা করে গুলি চালায় দুষ্কৃতিরা ৷ সঙ্গে লাঠী, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি মারধর করা হয় বলেও জানায় স্থানীয়রা ৷




ঘটনায় ফুলচাঁদচাঁ-সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ ফুলচাঁদের উপর হামলা করায় পরিবার ও প্রতিবেশীরা ছুটে আসে। ফলে তাদের উপরও আঘাত আসে। ঘটনায় মোট তিনজন গুরুতর আহত হয়। প্রত্যেকেরই আঘাতে মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে।


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘আমি আগেই আশঙ্কা করেছিলাম ২০১৮-র মতো এই পঞ্চায়েত নির্বাচনও রক্তাক্ত হতে পারে। আজকে কংগ্রেস কর্মীকে খুন আমার সেই কথাকেই সত্যি প্রমাণ করল। পুলিশের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমরা কাল খড়গ্রামে প্রতিবাদ জানাব।’