WB Panchayat Election: জারি হয়েছে আদর্শ আচরণ বিধি, শুরু হয়েছে মনোনয়ন জমা, সাংবাদিক বৈঠক জেলাশাসকের 

Priyanka Singhla


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- 

বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই শুক্রবার থেকে তোড়জোড় শুরু হয়ে গেল গোটা জেলা জুড়ে। 



এদিন সাংবাদিক বৈঠকে জেলাশাসক প্রিয়াংকা সিংলা জানিয়েছেন, জেলার ২১৫টি গ্রাম পঞ্চায়েতের ৪,০১০ আসনে, ২৩টি পঞ্চায়েত সমিতির ৬৪০টি আসনে এবং ৬৬টি জেলা পরিষদ আসনের মনোনয়ন পত্র জমা দেবার প্রক্রিয়া শুরু হয়ে গেল। একইসঙ্গে লাগু হয়ে গেল নির্বাচনী আচরণ বিধিও। 



জেলাশাসক জানিয়েছেন, গোটা জেলায় আসন্ন পঞ্চায়েত ভোটে ভোটার রয়েছে মোট ৩৫ লক্ষ ৪২ হাজার ৬৬১ জন। শুক্রবার থেকে মনোনয়নপত্র জমা দেবার কাজ শুরু হয়েছে। চলবে ১৫ জুন পর্যন্ত। ১৭ তারিখ স্ক্রুটিনির পর ২০ তারিখ প্রত্যাহার করা যাবে। 



জেলাশাসক জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েত স্তরে ১২৯৭টি এসসি, ৬২২টি এসসি মহিলা আসন সংরক্ষিত হয়েছে। ২৮১টি মোট এসটি আসনের মধ্যে ১৩২টি এসটি মহিলা আসন সংরক্ষিত থাকছে। ৩৭৬টি ওবিসি আসনের মধ্যে ১৭১টি ওবিসি মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে ১০৩০টি আসন। পঞ্চায়েত সমিতি স্তরে মোট ৬৪০টি আসনের মধ্যে এসসিদের জন্য সংরক্ষিত ২১১টি আসন, যার মধ্যে এসসি মহিলাদের জন্য সংরক্ষিত ১১১টি আসন। মোট ৪৮টি এসটি আসনের মধ্যে ১৮টি এসটি মহিলাদের জন্য এবং ৫৫টি ওবিসি আসনের মধ্যে ২২টি মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে ১৬৩টি আসন। অপরদিকে জেলা পরিষদের ৬৬টি আসনের মধ্যে ২২টি এসসি আসন সংরক্ষিত থাকছে। যার মধ্যে এসসি মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে ১১টি, ৫টি এসটিদের জন্য সংরক্ষিত রয়েছে। যার মধ্যে মহিলাদের জন্য ২টি আসন সংরক্ষিত রয়েছে। ৬টি আসন ওবিসিদের জন্য সংরক্ষিত রয়েছে, যার মধ্যে ৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। ১৭টি আসন সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মোট বুথের সংখ্যা ৩৯৩৩টি। 



জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিল পর্বের জন্য প্রতিটি ব্লকে একজন করে এসআই বা এসআই ছাড়া থাকবেন ৩জন করে কনষ্টেবল। এছাড়াও জেলার ৪টি মহকুমাশাসকের অফিসে থাকবেন ১জন করে এসআই বা এএসআই সহ ৩জন কনষ্টেবল। এদিকে, এদিন রায়না ১ ও মেমারী, কেতুগ্রাম সহ কয়েকটি জায়গায় বিজেপি ও সিপিএম মনোনয়নপত্র জমা দিতে গেলে মনোনয়নপত্র না পাবার অভিযোগ করেছেন। একইসঙ্গে রায়নায় বিজেপি প্রার্থীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ আনা হয়েছে। 



যদিও এব্যাপারে জেলাশাসক প্রিয়াংকা সিংলা জানিয়েছেন, এই ধরণের কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এদিন মন্তেশ্বর ব্লকে বিজেপি এবং কেতুগ্রামে বামফ্রণ্টের পক্ষ থেকে কয়েকটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বলে জানা গেছে।