যে গ্রামে পাত পেরে দুপুরের আহার করেছিলেন অভিষেক, সেই গ্রামবাসীরাই তৃনমূল ছাড়লেন দলবেঁধে


villegers



পঞ্চায়েত নির্বাচনের দোরগোড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা ব্লক কমিটির মেম্বার সহ শতাধিক তৃণমূল নেতাকর্মীরা দল ত্যাগ করলেন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক ১ এর তৃনমুল কংগ্রেস সভাপতিকে লিখিত আকারে পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার পর দোমহানী এলাকায় দলত্যাগ করা কর্মীরা ক্যামেরার সামনে উগরে দিলেন ক্ষোভ।

পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই শুরু নমিনেশন পর্ব। আর এরই মাঝে রবিবার দমহানি ১ অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তথা ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেস ব্লগ ১ কমিটির সদস্য রবিন ঘোষ সহ এলাকার শতাধিক তৃণমূল নেতাকর্মীরা তৃনমুল দল ছাড়লেন।

ইতিমধ্যেই রবিন বাবু দলত্যাগের চিঠি ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেস এর ব্লক ১ এর সভাপতি মনোজ রায়ের মোবাইলে পাঠিয়ে দিয়েছেন।

এই দোমহানী বাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু-দুবার এসে ঘুরে গেছেন। আর এখানেই তৃণমূল দল ছাড়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে।

ঘটনা প্রসঙ্গে মনোজ রায় জানান, পদত্যাগপত্র পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।