Municipality Recruitment Scam Case : সুপ্রিমকোর্ট থেকে পুর নিয়োগ দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিল রাজ্য 


supreme court
Supreme Court

পুর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে রায় রাজ্য। সুপ্রিমকোর্টে পুর নিয়োগ দুর্নীতি মামলার স্পেশাল লিভ পিটিশন প্রত্যাহার করে নিল রাজ্য। জানা গেছে, স্পেশাল লিভ পিটিশন প্রত্যাহার করতে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছে রাজ্য। কারণ হিসেবে দেখানো হয়েছে, এই মামলাটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে।



বিচারপতি তপোব্রত চক্রবর্তী গত বৃহস্পতিবার শুনানিতে জানান, পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বা লিভ পিটিশন সুপ্রিমকোর্টে পেন্ডিং বা বিচারাধীন রয়েছে। ফলে, একই মর্মে দু'টি মামলা দু'টি আদালতে বিচার্য হতে পারে না। আর তাই বিচারপতি এই মামলা এগিয়ে নিয়ে না যাওয়ার কথা জানালে রাজ্যের তরফে জানানো হয় সুপ্রিমকোর্ট থেকে পিটিশন প্রত্যাহার করতে রাজি আছে রাজ্য। ফলে, সেই কারণে বিচারপতি তপোব্রত চক্রবর্তী মামলার শুনানি পিছিয়ে দেন। তার পরেই দেখা গেল, সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্ট থেকে স্পেশাল লিভ পিটিশন প্রত্যাহার করা হল।



এই মামলার শুরুতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিমকোর্টে গেলে সুপ্রিমকোর্ট মামলা ফেরত পাঠায়। মাঝখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। ফলে, সেখানেও এই রায়কে পুনর্বিবেচনার জন্য সরকারের তরফ থেকে আর্জি জানানো হয়। কিন্তু, রাজ্য সরকারের সেই আর্জি খারিজ হয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল থাকে। তার পরে এই মর্মে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে সরকারের তরফে আবেদন করা হয়। সড়ে দাঁড়ান বিচারপতি বন্দোপাধ্যায়।



ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গ্রীষ্মের ছুটি শুরু হয়। সেই অবকাশকালীন বেঞ্চে গত ২২ মে সরকারের তরফে আবেদন জানানো হয়। কিন্তু, সেখানেও কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ না মেলায়, সরকারের তরফে তারা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু, সেখানেও জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দেওয়া হয়। তার পরে সরকার ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।