পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার, দেহ নিয়ে ক্ষতিপূরণ ও শাস্তির দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ


protest


সোমবার আসানসোলের ভগৎ সিং মোড়ের নিকট এক পথ দুর্ঘটনা গুরুত্বের আহত হয় আসানসোল কুমারপুরের বাসিন্দা কল্যাণী বাউরী।

জানা যায় কল্যাণী বাউরী পরিচারিকার কাজ করতেন। কাজ করে বাড়ি ফেরার সময় তাকে পুলিশের গাড়িতে ধাক্কা মারে গত সোমবার। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে দুর্গাপুর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ তার মৃত্যু হয়। ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার দিন সন্ধ্যায় ভগৎ সিং মোড় অবরোধ করে।অবরোধ চলতে থাকে।

এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে র‍্যাফ।