Miss World 2023 : India to Host 71st Miss World 2023
![]() |
India to Host 71st Miss World 2023 |
ভারতে আয়োজিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’ প্রতিযোগিতা (Miss World 2023)। প্রায় তিন দশক পর ভারতে ফিরছে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার আসর। সর্বশেষ ১৯৯৬ সালে ভারত এই প্রতিযোগিতার আয়োজক ছিল।
‘মিস ওয়ার্ল্ড’ (Miss World 2023) প্রতিযোগিতার ৭১তম আসর নভেম্বর বা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রতিযোগিতার চূড়ান্ত তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।
মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুলিয়া মোর্লে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের (Miss World 2023) আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করেন।
প্রায় মাসব্যাপী এই আয়োজনে ১৩০টির বেশি দেশের প্রতিযোগী অংশ নেবেন। এ প্রসঙ্গে জুলিয়া মোর্লে বলেন, মিস ওয়ার্ল্ড ২০২৩ (Miss World 2023) প্রতিযোগিতায় বিভিন্ন দেশের জাতীয় চ্যাম্পিয়ন (প্রতিযোগী) তাঁদের কৃতিত্ব প্রদর্শন করবেন। ভারতে সবচেয়ে আকর্ষণীয় মিস ওয়ার্ল্ডের (Miss World 2023) ফাইনাল হতে যাচ্ছে।
বর্তমান মিস ওয়ার্ল্ড (Miss World 2023) পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি আসন্ন প্রতিযোগিতার কথা বিশ্বে প্রচার করছেন। ক্যারোলিনা বলেছেন, তিনি এই সুন্দর দেশে (ভারত) প্রতিযোগিতার মুকুট হস্তান্তর করতে পারবেন ভেবে উচ্ছ্বসিত।
এখন পর্যন্ত ভারতের ছয়জন প্রতিযোগী মিস অয়ার্ল্ডের (Miss World 2023) মুকুট জয় করেছেন। তাঁরা হলেন রীতা ফারিয়া (১৯৬৬), ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়ানা হেডেন (১৯৯৭), যুক্তা মুখী (১৯৯৯), প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) ও মানুষি ছিল্লার (২০১৭)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊