Train Derailed : মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন লাইনচ্যুত!

Medinipur hawrah local


বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনো জ্বলজ্বলে, তারমধ্যেই শনিবার রাত্রি ৯:৩০ মিনিট নাগাদ  খড়গপুর স্টেশনে ঢোকার মুখে মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়ে রেল যাত্রীরা। 


কাজ সেরে বাড়ি ফেরার পথে এই ট্রেন অনেকেই বেছে নেয়। কারন মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার শেষ লোকাল ট্রেন এটি। 
  
জানাযায়, শনিবার রাত্রি ৯:৩০ মিনিট নাগাদ খড়গপুর টাউন থানার পাশে গিরি ময়দান ও খড়গপুর স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। একটি বগি ট্রেন লাইন থেকে অনেকটা নিচে নেমে যায়। ধাক্কা মারে রেলের হাইটেনশন বিদ্যুৎ লাইনের খুঁটিতে। ট্রেনের গতিবেগ কম থাকায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে রেল যাত্রীরা। যার ফলে ওই রেল লাইনে সমস্ত ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। 



দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিকরা ও রেলের রেসকিউ টিমের সদস্যরা। পৌঁছায় রেল পুলিশের কর্মীরা।


তবে ঠিক কি কারনে মেদিনীপুর লোকালট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে রেলের পক্ষ থেকে হতাহতের কোনো খবর নেই বলে জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ওই ঘটনার তদন্ত শুরু করেছে। 


দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও আদিত্য চৌধুরি বলেন, মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। খড়গপুর স্টেশনে ঢোকার মুখেই, ওই ট্রেনের যাত্রীদের খড়গপুর স্টেশন থেকে অন্য একটি ট্রেনে করে হাওড়ার উদ্দেশ্যে পাঠানো হবে। 

মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ায় ওই রেল লাইনে সমস্ত ট্রেন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। যার ফলে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন ট্রেনের যাত্রীরা।