Latest News

6/recent/ticker-posts

Ad Code

কর্মসংস্থানের সুযোগ করে দিতে 'জব ফেয়ার' এর আয়োজন

কর্মসংস্থানের সুযোগ করে দিতে 'জব ফেয়ার' এর আয়োজন ময়নাগুড়িতে

Job fair


জলপাইগুড়ি,জয়ন্ত বর্মণ

কাজের খোঁজে অনেকেই ঘুরে বেড়ান। আবার উপযুক্ত মানের কাজের লোক পায়না বিভিন্ন বেসরকারি কোম্পানীগুলো। আর এবার কর্মসংস্থানের সুযোগ করে দিতে জব ফেয়ারের আয়োজন করলো একটি বেসরকারি কোম্পানী। ময়নাগুড়ির একটি বেসরকারি লজে মঙ্গলবার আইওটেক(IOTECH) ও অনুদিপ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এই জব ফেয়ারের আয়োজন করা হয়। 



জানা গেছে প্রথমবার এই ধরনের জব ফেয়ারের আয়োজন করা হলো আইওটেকের পক্ষ থেকে। যেখানে বাজাজ ক্যাপিটাল, এসবিআই, ক্রেডিট সহ বেশ কয়েকটি কোম্পানিতে কাজের সুযোগ রয়েছে। এই সমস্ত জায়গায় ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের যাতে সুযোগ করে দেওয়া হয় এর জন্য জব ফায়ারের আয়োজন করা হয়েছে আইওটেক তরফে ।



এদিনের এই জব ফেয়ারে বিভিন্ন কোর্স করা কোচবিহার, জলপাইগুড়ি, ভেলাখোপা, হেলাপাকরি, আলিপুরদুয়ার, সহ জেলার বিভিন্ন প্রান্তের চারশোর বেশি ছাত্র ছাত্রী অংশ নেয়। এদের মধ্যে বাছাই করে শতাধিক জনকে আজকেই অফার লেটার দেওয়া হবে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code