Panchayat Election 2023 : সরকারি কর্মচারীদের জীবনকে বিপন্ন করার চেষ্টা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ  নিশীথ প্রামানিকের


Panchayat Election 2023




শুক্রবার বিকেলে কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election 2023) সামনে রেখে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (nisith pramanik)।


সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি (nisith pramanik) বলেন, প্রস্তুতি আমাদের বহু আগে থেকেই ছিল, দলের প্রার্থী বাছাইয়ের কাজ বহুদিন ধরেই চলছিল। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে । কিভাবে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) আমরা পাড়ি দিতে পারব সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


এদিন রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে নিয়েও তিনি (nisith pramanik) তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের কোথাও ব্লক অফিস অথবা বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার কোন রকম প্রস্তুতি নেই। একেবারে হটকারী।


কেন্দ্রীয় বাহিনী ছাড়া এই নির্বাচনের (Panchayat Election 2023) সিদ্ধান্ত যারা সরকারি কর্মচারী আছে যারা নির্বাচনে ডিউটিতে থাকবে তাদের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া বলে আমরা মনে করছি।


তিনি (nisith pramanik) আরও বলেন , এমন একটা সরকার চলছে যারা বাংলার মানুষকে সুরক্ষিত রাখতে ব্যর্থ। বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে এ রাজ্যে সেটা আমরা দেখেছি। আমরা গত পৌর নির্বাচনের ক্ষেত্রেও দেখেছি এবং আমরা বলব যে এই পঞ্চায়েত নির্বাচন আমরা চাই সুষ্ঠ ভাবে হোক কিন্তু যেভাবে তড়িঘড়ি করে নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) তারিখ, মনোনয়নপত্র জমা দেওয়া ও প্রত্যাহারের দিন ধার্য করেছে তা ঠিক নয়।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (nisith pramanik) আর বলেন, বাংলায় অশান্তির পরিবেশ তৈরি হোক সেটা আমরা কখনোই চাই না। তাই মহামান্য উচ্চ আদালত যে সিদ্ধান্ত আজ দিয়েছে তা স্বাগত জানাই। নির্বাচন কমিশনের কাছে আবেদন করব তাদের সিদ্ধান্তকে পুনর্বিবেনা করার জন্য।