Latest News

6/recent/ticker-posts

Ad Code

কিসামত দশগ্রামের খুনের ঘটনায় তৃণমূল ও উদয়ন গুহকে নিশানা বিজেপি মণ্ডল সভাপতি অজয় রায়ের

কিসামত দশগ্রামের খুনের ঘটনায় তৃণমূল ও উদয়ন গুহকে নিশানা বিজেপি মণ্ডল সভাপতি অজয় রায়ের

Ajay Ray


দিনহাটা ২ নং ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ এলাকায় শনিবার গভীর রাতে বিজেপি প্রার্থীর পরিবারের এক সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বাড়ির অদূরে তার রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে জানা গেছে। মৃত ওই ব্যক্তির নাম শম্ভু দাস, তার বৌদি বিজেপি প্রার্থী , বিশাখা দাস।




এই ঘটনায় বিজেপি তৃণমূলের দিকেই আঙুল তুলেছে। দিনহাটা শহর মণ্ডল বিজেপি সভাপতি অজয় রায়ের কথায়, গতকাল রাতে তৃণমূলের হার্মাদ বাহিনী উদয়ন গুহের নির্দেশে বিজেপি প্রার্থী , বিশাখা দাসের দেওর শম্ভু দাসকে হত্যা করা হয়েছে।




অজয় রায়ের কথায়, উদয়ন গুহ একজন ক্রিমিনাল। উদয়ন গুহের অঙুলিহেলনেই এই হত্যা হয়েছে। খুনী উদয়ন গুহ। পুলিশ প্রশাসনের উচিত দ্রুত এই ক্রিমিনালকে ঘাড় ধরে জেলে ঢোকানো।


যদিও তৃণমূল কংগ্রেস নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এই ঘটনা রাজনৈতিক নয় মহিলা সংক্রান্ত বলেই দাবি করেছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code