পঞ্চায়েত ভোটের দেওয়াল লিখনকে কেন্দ্র করে তুলকালাম
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
পঞ্চায়েত ভোটের দেওয়াল লিখন কে কেন্দ্র করে তৈরি হলো বিজেপি ও তৃণমূলের তুলকালাম কান্ড। দুই পক্ষ একে অপরকে মারধর করে বলে দুই পক্ষেরই অভিযোগ । আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে ঘটনার পরে বিজেপির পক্ষ থেকে ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। যাতে বিজেপি নেতাকে মারধর করার ঘটনার ছবি কার্যত স্পষ্ট। যদিও বিজেপির পক্ষ থেকে প্রকাশ করা ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য।
ঘটনা প্রসঙ্গে জামুরিয়া পঞ্চায়েত সমিতির ১৪ নম্বর আসনের বিজেপি প্রার্থী রমেশ ঘোষ অভিযোগ করেন, যে তারা শ্যামল্যা গ্রাম পঞ্চায়েতের আলিনগর এলাকায় যখন দেওয়াল লিখন করছিলেন সেই সময় জামুরিয়া দু'নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা, বোধন রুইদাস তাদের দলবল নিয়ে এসে দেওয়াল লিখনে বাধা দেন। ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের ওপর চড়াও করে মারধর করা হয়। পাশাপাশি বেশ কিছু বিজেপি কর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়।
যদিও জামুরিয়া দু'নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা তার বিরুদ্ধে ওঠাও সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান দলীয় মিটিং সেরে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেন তাদের দখলে থাকা দেওয়ালে বিজেপি কর্মীরা লিখে দিচ্ছে। সেই ঘটনার প্রতিবাদ জানালে তাদের ওপর চড়াও হয় বিজেপির রমেশ ঘোষ ও তাদের দলবল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊