Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রতীক্ষার অবসান বিজেপিতে গুরুদায়িত্ব সোনালী গুহ'র

প্রতীক্ষার অবসান বিজেপিতে গুরুদায়িত্ব সোনালী গুহ'র

Sonali Guha



By Sri Manoj Kumar Barman.


তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অনেক আগেই কিন্তু সেরকমভাবে পাননি কোন দায়িত্ব। শেষমেষ ভাগ্যের শিকে ছিড়ল একসময়ের তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী সোনালি গুহর। গত বিধানসভা নির্বাচনের আগেই টিকিট না পাওয়ায় একরাশ অভিমান নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন তিনি। এবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার কর্ম সমিতির সদস্যপদ পেলেন সোনালি গুহ। 


গত কয়েক মাস ধরেই বিজেপিতে পুনরায় যোগদান করা নিয়ে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই দুঁদে রাজনীতিবিদ। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে পরপর চারবারের বিধায়ক হিসেবে মনোনীত হয়েছিলেন কিন্তু গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তার পুরনো দল তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয়নি পরিবর্তে মোহন চন্দ্র নষ্কর কে প্রার্থী করে। বিজেপিতে পুনরায় সক্রিয় কর্মী হিসেবে কাজ করবেন বলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখাও করেছিলেন বলে সূত্রের খবর। 



সম্প্রতি ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সভামঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গিয়েছিল তাকে। সংবাদমাধ্যমের সামনে অভিষেক ব্যানার্জি সম্পর্কে বার বার বিস্ফোরক মন্তব্য করেছিলেন সোনালী গুহ। দীর্ঘ দুই বছরের লম্বা রাজনৈতিক বিরতির পর এবার পাকাপাকি ভাবে রাজ্য বিজেপির মহিলা মোর্চার কর্ম সমিতির সদস্য নির্বাচিত হলেন তিনি। 



সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র জানান, 'উনি অনেকদিন ধরেই কাজ করতে চাইছিলেন। ওনাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা বিবেচনা করে দেখা হবে।' আপাতত ওনাকে নিজের এলাকাতেই সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। 



প্রসঙ্গত উল্লেখ্য যে, তৃণমূল ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ডেপুটি স্পিকার হিসাবে মনোনীত করেছিলেন। কিন্তু ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতির অনেকটাই বদল হয়। এবার বিজেপিতে যোগদানের পর গেরুয়া শিবিরে কতটা পদ্ম ফুল ফোটাতে পারেন সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code