আজ রাতের আকাশে বিরল দৃশ্য, সাক্ষী থাকবো আমরা!
রাতের আকাশ কার না ভালো লাগে। কখনও চাঁদের আলোয় আলোকিত মহাকাশ, ছোটো ছোটো তারাদের ভিড়। এর মাঝেই কখনও মহাজাগতিক বহু ঘটনার সাক্ষী থাকি আমরা। আজ ২৪শে মে ফের এক মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছি পৃথিবী বাসী। আজ চাঁদ মঙ্গল ও শুক্র এক বিশেষ অ্যালাইনমেন্টে এসে দাঁড়াবে।
পৃথিবীর সাপেক্ষে যখন অন্য গ্রহগুলি পরস্পরের কাছাকাছি আসে, তখন এই গ্রহসংযোগ বা প্ল্যানেটরি কনজাংকশন তৈরি হয়। যদিও বৈজ্ঞানিক যুক্তিতে পৃথিবীর অবস্থানের সাপেক্ষে গ্রহগুলি যেন কাছে আসে বলে মনে হয়। বাস্তবিকই ব্যাপারটা ঠিক এ ভাবে ঘটে না। বাস্তবে গ্রহগুলি নিজের কক্ষপথে ঘূর্ণনকালে পৃথিবী থেকে দেখার সাপেক্ষে এমনটা মনে হয়।
সূর্যাস্তের পরেই আজ কাছে দেখা যাবে শুক্রকে। তাও আবার চাঁদের খুব কাছে বলে মনে হবে। সন্ধ্যা সাতটার পর সেই দৃশ্য আমরা দেখতে পাবো স্পষ্ট। শুক্রের মাথার উপরে দেখা যাবে মঙ্গলকে। যদি আকাশ পরিচ্ছন্ন থাকে তবে সেই দৃশ্য খালি চোখেই সুন্দরভাবে দেখা যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊