সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সদের স্থায়ী চাকরি সহ একাধিক দাবীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সদের স্থায়ী চাকরি সহ একাধিক দাবীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান 


nisith pramanik



ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন স্মারকলিপি তুলে দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে । 

সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সদের স্থায়ী চাকরি, মাসে ত্রিশ দিনের কাজ, ষাট বছর বয়স পর্যন্ত কাজের সুনিশ্চিতকরন সহ বিভিন্ন দাবিতে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশন।

দিনহাটার ভেটাগুড়িতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের বাসভবনে তাঁর হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন সংগঠনের সভানেত্রী সুফিয়া খাতুন, সম্পাদক প্রসেনজিৎ বসাক, জয় গোপাল ভৌমিক প্রমূখ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে- সারা বছর ধরে সারাদেশে বিপর্যয় মোকাবিলা করে থাকেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সরা। অথচ তাদের প্রতি বঞ্চনা দীর্ঘদিন ধরে চলে এসেছে। দুর্যোগের সময় গুলিতে তাদের দিয়ে কাজ করানো হয়। অথচ তাদের কোন স্থায়ী কাজ নেই। বর্তমান আর্থিক পরিস্থিতিতে তাদের স্থায়ী কর্মসংস্থান জরুরী হয়ে পড়েছে বলে জানান সংগঠনের নেতৃত্ববৃন্দ । তাই তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাতে স্মারকলিপিটি তুলে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ