Madhyamik Result 2023: গণিতে উচ্চ শিক্ষার ইচ্ছা মাধ্যমিকে প্রথম দেবদত্তার, কি বলছে দেবদত্তা ও তাঁর পরিবার


Debdutta majhi



রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দূর্গাদাসি চৌধুরানী গাল্স হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। গণিতে উচ্চশিক্ষা লাভের ইচ্ছে দেবদত্তার। এমনটাই জানালেন তাঁর মা। চলুন দেখে নেওয়া যাক কি বলছে দেবদত্তা ও তাঁর পরিবার: 






2023 এর মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম,দ্বিতীয়, চতুর্থ,পঞ্চম,এবং ষষ্ঠ স্থান অধিকার করলো পূর্ব বর্ধমান জেলা।2023 এর মাধ্যমিকে মোট পরিক্ষাথীর সংখ্যা ছিলো 6,82,321 জন এদের মধ্যে পাশের হার হলো 5,65,528 জন।16টি জেলা থেকে প্রথম 10 শে 118 জনের মধ্যে পূর্ব বর্ধমান জেলার মোট 17 জন ছাত্র ছাত্রী আছে।


রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দূর্গাদাসি চৌধুরানী গাল্স হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি,তার প্রাপ্ত নম্বর 697।চতুর্থ স্থান অধিকার করছে অর্ক ব্যানার্জি তার প্রাপ্ত নম্বর হলো 689। 



পঞ্চম স্থান অধিকার করেছে প্রনীল জস,রুপায়ন পাল,সেখ সাহিদ ওয়াসিফ এদের সকলের প্রাপ্ত নম্বর হলো 688।এরা সকলেই বর্ধমান মিউন্সিপাল হাই স্কুলের ছাত্র।তবে এরা প্রত্যেকেই আগামী দিনে চিকিৎসক হতে চায়।