রাজ পথে ধস,চাঞ্চল্য শহরে, শুরু রাজনৈতিক তরজা

Burdwan news




সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-

শহর বর্ধমানের হার্ট অফ টাউন অর্থাৎ বিসি রোড রাজ পথে ধস দেখা গেল,আর এই ধসকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা।

ঘটনাটি ঘটেছে বিসি রোড অনিতা সিনেমার সম্মুখে,প্রায় লম্বা সাত ফুট ফাটল আর গর্ত তিন ফুট,সার্বিকভাবে সাধারণের যাতায়াতে বিঘ্ন ঘটছে।




এদিন প্রদেশ কংগ্রেসের সদস্য গৌরব সমাদ্দার জানান,বর্ধমান পৌরসভা কঙ্কালের রূপ ধারণ করেছে,সুতরাং জল পরিষেবার ক্ষেত্রে আমরুত প্রকল্পের নামে কেন্দ্রের কয়েকশো কোটি টাকা নয়ছয় করছে বর্ধমান পৌরসভা। কার্যত কোনো পরিষেবা দেবে না এই পৌরসভা,ছয় সেন্টিমিটার পিচের আস্তরণ দিয়ে তাপি মেরে দিচ্ছে এর ফলে ভারী যানবাহন চলাচলে রাস্তার পিচ বসে যাচ্ছে।




অন্যদিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ জানিয়েছেন জল প্রকল্পের কাজ চলছে তার ফলে জল বেরিয়ে জায়গাটি গর্ত হয়েছে,বর্ধমান পৌরসভার আধিকারিক ও জল বিভাগ অবশ্যই এসে কাজ সম্পন্ন করবে।

পাশাপাশি শেষমেশ ওই গর্ত দেখতে বর্ধমান পুলিশ আধিকারিক ও বর্ধমান পৌরসভার কর্তৃপক্ষ এসে পৌঁছে কাজ শুরু করেন।




স্থানীয় ব্যবসায়ীরা বলেন আজ সকালে দোকান খুলতে এসে দেখেন অনিতা সিনেমা হলের সামনে বিসিরোডের উপর এই জায়গায় ধস নেমেছে। প্রায় দুই থেকে আড়াই ফুট গর্ত হয়ে গেছে।আজ সকালেও এক ব্যক্তি পড়ে যান।ব্যবসায়ীরা বলেন রাস্তা তৈরীর সময় সঠিক ভাবে তৈরী করা হয়নি। এখানে পৌরসভার পুরোপুরি গাফিলতি আছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।