Latest News

6/recent/ticker-posts

Ad Code

Supreme Court: আবারও অভিষেকের সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

Supreme Court: আবারও অভিষেকের সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

supreme court



আবার সুরক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি অভিষেক ব্যানার্জির। আজ ফের একবার সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ অভিষেককে সিবিআই জেরা নিয়ে ।


কুন্তল ঘোষের চিঠি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত জেরা করতে পারবে না ইডি বা সিবিআই। এ ব্যাপারে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে ছাড়পত্র দিয়েছিলেন, তাতে আবারও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।


এর আগেও গত সোমবার অভিষেককে জেরা করার বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ ২৪ এপ্রিল আরও চার দিনের জন্য অভিষেকের মামলায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী শুক্রবার মামলাটির পরবর্তী শুনানি রয়েছে।


প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁকে অভিষেকের নাম বলানোর জন্য ‘চাপ’ দিচ্ছেন। এ ব্যাপারে আদালতকে চিঠি দেওয়ার পাশাপাশি হেস্টিংস থানায় কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগও জানান কুন্তল।


সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে দ্বিতীয় বার ওঠে মামলাটি। প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিতাদেশ দিলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code