রাজ্যের কাজ কর্মের ব্যবস্থা করে দেওয়া- ধিক্কার সভায় সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনার ভাস্কর ঘোষ

bhaskar ghosh


কোলকাতায় ডিএর দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চোর ডাকাত মন্তব্যের বিরোধিতায় আসানসোলে ধিক্কার সভা করা হল।

সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে আসানসোলের রবীন্দ্রভবনের সামনে এই ধিক্কার সভা করা হয়েছে।

এদিনের ধিক্কার সভায় সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনার ভাস্কর ঘোষ উপস্থিত ছিলেন। এদিনের সভার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

ভাস্কর ঘোষ বলেন- যখন আমরা লড়াইএ নেমেছি, আমরা দেখেছি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে  এই রাজ্য। একটা সরকারের কাজ ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতে পারে না, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দিয়ে ঋণের জালে ভবিষ্যৎকে অন্ধকারে নিমজ্জিত করা হতে পারে না, রাজ্যের কাজ কর্মের ব্যবস্থা করে দেওয়া।