Good Friday কেন তা জানেন, কিন্তু Black Friday কি ! এখনি জেনেনিন

Black Friday



খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে গুড ফ্রাইডে (Good Friday) এক বিশেষ তাৎপর্যপূর্ণ পরব বা তিথি। এই বিশেষ দিনটির সাথেই সম্পর্কিত যীশু খ্রিস্টের মৃত্যু এবং পূণর্জন্ম ।


এই বছর ৭ এপ্রিল পালিত হবে গুড ফ্রাইডে। যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিনকে কেন গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার বলা হয় ।


কিন্তু ব্ল্যাক ফ্রাইডে (Black Friday) কী? ব্ল্যাক ফ্রাইডে যুক্তরাষ্ট্রের বিশেষ একটি দিবস। প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার আমেরিকায় থ্যাঙ্কস গিভিং ডে পালিত হয়। ‘থ্যাঙ্কসগিভিং ডে’ এক ধরনের নবান্ন উৎসব, ভালো ফসলের জন্য বিধাতাকে ধন্যবাদজ্ঞাপন। এদিন আমেরিকার জনগণ একে অপরকেও ধন্যবাদ জানায়। এর পরের দিনই অর্থাৎ নভেম্বর মাসের চতুর্থ শুক্রবারটি ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসেবে পরিচিত।


মহাধুমধামে আর ছাড়ে কেনাকাটার দিন হচ্ছে এই ব্ল্যাক ফ্রাইডে। বড়দিনকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক ছাড়ে পণ্য বিক্রির আয়োজন করে থাকে। আমেরিকান রীতি অনুযায়ী এ শুক্রবার থেকেই শুরু হয় ক্রিসমাস হলিডে সিজন। মানুষ তাদের পরিবার ও বন্ধু বান্ধবদের জন্য বড়দিনের উপহার কিনতে শুরু করে।


অর্থনৈতিক পরিসংখ্যানে দেখা যায়, একটি ব্ল্যাক ফ্রাইডে দিবসে যে পরিমাণ বেচাকেনা হয়, তাতে এই একদিনেই আমেরিকার অর্থনীতির সূচক এক লাফে অনেক উপরে উঠে যায়।