Latest News

6/recent/ticker-posts

Ad Code

পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে যারা আশঙ্কা প্রকাশ করছেন তারা দেখবেন ও আঙুল চুষবেন-অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে যারা আশঙ্কা প্রকাশ করছেন তারা দেখবেন ও আঙুল চুষবেন- Finance Minister Chandrima Bhattacharya

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য



কেন্দ্রের বঞ্চনার অভিযোগে কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে ও কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের সহযোগিতায় এক বিশাল জনসভার আয়োজন করা হয় কুলটি বিধানসভার নিয়ামাতপুরের টহরম ECL এমপ্লয়িস ময়দানে।


এদিনের এই জনসভাতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Finance Minister Chandrima Bhattacharya)। তিনি এদিনের সভার বক্তব‍্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনার সুর চড়ান। পাশাপাশি রাজ‍্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলিতে মানুষ যেভাবে উপকৃত হচ্ছে সেই দিকটিও তুলে ধরেন।


মন্ত্রী (Finance Minister Chandrima Bhattacharya) ছাড়াও এদিনের জনসভাতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা নেতৃত্বের সদস‍্যরা ও কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা।


বক্তব‍্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য (Finance Minister Chandrima Bhattacharya) বলেন,পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে যারা আশঙ্কা প্রকাশ করছেন তারা দাড়িয়ে দাড়িয়ে দেখবেন ও আঙুল চুষবেন। আর আমরা হই হই করে জিতব।


তবে হোটেল ব‍্যবসায়ী রাজু ঝাঁয়ের মৃত‍্যু বিষয় সুকান্ত মজুমদারের মন্তব‍্য ঘিরে কোনো প্রতি মন্তব‍্য করতে রাজি হননি তিনি। বদলে তিনি (Finance Minister Chandrima Bhattacharya) জানিয়েছেন বিচারাধীন কোনো বিষয়ে তিনি মন্তব‍্য করবেন না। তাছাড়া একজন সাংসদ হিসাবে যা বলছেন সেই বিষয়ে তার নিজেরই বিবেচনা করা উচিৎ। পাশাপাশি হিরাপুরের জোড়া খুনের বিষয়েও কোনো মন্তব‍্য করতে রাজি হননি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code