Duare Sarkar: নতুন চার প্রকল্পে পরিষেবা মিলবে দুয়ারে সরকারে, কি কি?

Duare Sarkar



Duare Sarkar : আজ থেকে শুরু দুয়ারে সরকার (Duare Sarkar)। সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগে জনগণকে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আজ থেকে ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে রাজ্যে। ১লা এপ্রিল থেকে ১০ই এপ্রিল পর্যন্ত চলবে দুয়ারে সরকার (Duare Sarkar)। এরপর ১১ই এপ্রিল থেকে ২০ই এপ্রিল পর্যন্ত পরিষেবা দেওয়া হবে আবেদনকারীদের।




এবারের দুয়ারে সরকারে ২৭টি প্রকল্পের পাশাপাশি আরও নতুন চারটি প্রকল্পের সুবিধা পাবেন জণগন। বিধবা ভাতা, মেধাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণপ্রদান এবং মাইক্রো ইরিগেশন স্কিমে আবেদন করা যাবে এবারের দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্পে।




এবারের দুয়ারের সরকার (Duare Sarkar) প্রকল্পে প্রথমবারের মতো অভিযোগ জানানো যাবে। কোনো প্রকল্পের সুবিধা না পেলে অভিযোগ বক্সে অভিযোগ জানাতে পারবেন। উপভোক্তা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য না হন তাহলে কেন তিনি পরিষেবা পাওয়ার যোগ্য নন, তাও খতিয়ে দেখা হবে।