Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় খবর, এবার ২০২২ এর টেট সার্টিফিকেট, এখনি Download করুন TET Pass Certificate

এবার ২০২২ এর টেট সার্টিফিকেট, এখনি Download করুন TET Pass Certificate

TET Pass Certificate



আদালতের নির্দেশে অবশেষে মিলেছে ২০১৪ টেট পাশ সার্টিফিকেট ( TET Pass Certificate )। এরই মাঝে আজ  থেকেই ২০২২ টেট পাস সার্টিফিকেট ডাউনলোড (TET Pass Certificate) করা যাচ্ছে। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। 

এর আগে যারা ৩০-০৫-২০২২ থেকে ১৬-০৩-২০২৩ এর মধ্যে ২০১৪ টেট পাশ সার্টিফিকেটের (TET Pass Certificate) জন্য আবেদন করে ছিলেন তাদের টেট সার্তিফিকেট ডাউনলোড (Downolad) করবার ব্যবস্থা করেছে পর্ষদ। এবার ২০২২ সালের টেত পাস পরীক্ষার্থীদের সার্টিফিকেট ডাওনলোড করবার বিজ্ঞপ্তি দিলো পর্ষদ। 

tet 2022



আদালতের নির্দেশ মেনেই ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের টেট সার্টিফিকেট দেওয়া শুরু হল আজ থেকে। প্রাথমিক টেট সার্টিফিকেট অনলাইনে দেওয়া হচ্ছে। আজ শনিবার ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকেই টেট সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে।

নীচের দেওয়া যে কোন লিঙ্কে ক্লিক করে ডাওনলোড করুন আপনার টেট সার্টিফিকেট-








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code