নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর! সিবিআইয়ের নজরে মন্ত্রী সহ রাজ্যের ৮৬ জনপ্রতিনিধি
নিয়োগ ‘দুর্নীতি’র (WB Recruitment Scam) তদন্তে নেমে প্রথম থেকেই ইডি, সিবিআই দাবি করেছে, এই জাল গোটা রাজ্যজুড়ে ছড়িয়ে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন। এরপরই একে একে গ্রেফতার হয়েছে মিডলম্যানরা। কিন্তু তার বাইরেও এখনও আরও অনেক নামই রয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে দাবি।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে (WB Recruitment Scam) এবার বড় খবর সামনে এল। এবার সিবিআইয়ের নজরে রাজ্যের ৮৬ জনপ্রতিনিধি রয়েছেন বলে সূত্রের খবর। এরমধ্যে রয়েছেন কাউন্সিলর থেকে মন্ত্রী কিংবা জেলা পরিষদ থেকে পঞ্চায়েত স্তরের সদস্যও।
শিক্ষক নিয়োগ থেকে গ্রুপ সি বা গ্রুপ ডি, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াতেই (WB Recruitment Scam) এই ‘প্রভাবশালী’দের ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে জানা যাচ্ছে।
মূলত যারা চাকরি হারিয়েছেন আদালতের নির্দেশে বা চাকরি প্রশ্নের মুখে পড়ায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, তাদের কাছ থেকেই এই নামগুলি উঠে আসে বলে সূত্রের খবর। এরপরই তালিকা ধরে ধরে খোঁজখবর শুরু করে CBI ।
সংবাদে প্রকাশ ১০ মার্চ দিল্লিতে বৈঠকে বসছে সিবিআই। এটি মূলত রিভিউ বৈঠক হতে চলেছে বলে খবর। সেখানেই বিষয়টি সামনে আসতে পারে।
সম্ভবত পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্য জুড়ে CBI নিয়োগ দুর্নিতিতে (WB Recruitment Scam) একাধিক ব্যক্তিকে জেরা শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊