গঙ্গারামপুর মহকুমা আদালতে হয়ে গেল বসন্ত বরণ উৎসব

বসন্ত উৎসব


দক্ষিণ দিনাজপুর : 


দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশন ও লার্ক অ্যাসোসিয়েশন ও আদালতের কর্মচারীবৃন্দদের আয়োজিত বসন্ত উৎসবের বসন্তবরণ ১৪২৯ বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের সুকান্ত ভবনে। এদিন সুকান্ত ভবনে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সহ মহকুমা আদালতের সমস্ত আইনজীবী ও কর্মচারীবৃন্দরা। 



এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুডিশিয়াল চিফ গঙ্গারামপুর মহকুম আদালতের মৌমিতা রায় সহ আরো অন্যান্যরা। এদিন উপস্থিত সকল আইনজীবী ও তাদের ছেলে মেয়েদের নানান রকম সাংস্কৃতিক মানব অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব এক আনন্দ মুখরিত পরিবেশের সৃষ্টি হয়। আর এই সম্পূর্ণ অনুষ্ঠানটির মধ্যমণি ছিলেন প্রায় প্রত্যেকেই। 



এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মানবেশ রায় জানান, "এই প্রথম গঙ্গারামপুর মহকুমা আদালতের তরফে বসন্ত বরণ উৎসব বসন্ত উৎসব পালিত হলো আমরা খুব খুশি প্রত্যেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের প্রতিবাদ তুলে ধরছে এবং দোলের রঙে আবির মেখে একে অপরকে রাঙিয়ে তুলছে যা সত্যি অভাবনীয়"। 



এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতের এই বসন্ত বরণ উৎসবকে ঘিরে সুকান্ত ভবনে মেলার ন্যায় হয়ে উঠেছিল সকলের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।