PAN-Aadhaar Linking: আধার কার্ড ও প্যান সংযোগ এখন খুব সহজেই, জেনে নিন পদ্ধতি

PAN-Aadhaar Linking: আধার কার্ড ও প্যান সংযোগ এখন খুব সহজেই, জেনে নিন পদ্ধতি 

pan aadhaar link




PAN-Aadhaar Linking: আধার কার্ড ও প্যান সংযোগের (PAN-Aadhaar Link) সময়সীমা শেষ হচ্ছে ৩১ মার্চ। তার মধ্যে সংযোগ না-করলে, বাতিল হবে প্যান কার্ড। এই আশঙ্কায় দেশজুড়ে আধার ও প্যান কার্ডের সংযোগের জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। আবেদন করলেই দিতে হচ্ছে ১,০০০ টাকা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

আধার কার্ড ও প্যান সংযোগ (PAN-Aadhaar Link) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি আধার এবং প্যানের সংযোগের চূড়ান্ত সময়সীমা আরও ছয় মাস বাড়িয়ে দেওয়ার জন্য প্রধামন্ত্রীর কাছে আবেদন করেছেন। চূড়ান্ত সময়সীমা বৃদ্ধির পাশাপাশি অধীর চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে ফি মকুবেরও আবেদন করেছেন।

pan -aadhaar


তবে যাইহোক, আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে তবে আপনি নিজেই করে নিতে পারবেন এই কাজ। খুব সহজেই আধার কার্ড ও প্যান লিঙ্ক (PAN-Aadhaar Link) করাতে পারবেন। জেনে নিন সহজ পদ্ধতি -

১) প্রথমে আপনাকে Income Tax এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর Link Aadhaar এ ক্লিক করুন।
৩) এরপর আধার কার্ড নাম্বার ও প্যান কার্ড নাম্বার বসিয়ে দিয়ে Validate এ ক্লিক করুন।
৪) এরপর Continue To Pay Through e Pay Tax এ ক্লিক করুন।
৫) এবার প্যান কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে দিন Continue এ ক্লিক করুন।
৬) আপনার দেওয়া মোবাইল নাম্বারে OTP আসবে,তা বসিয়ে দিয়ে Continue করুন।


৭) এরপর পরবর্তী পেজে ১০০০ টাকা পেমেন্ট করলেই আপনার প্যান আধার কার্ড লিংক (PAN-Aadhaar Link) হয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ