বিয়ের দিন বিয়ের কার্ড হাতে ধর্ণায় বসল যুবতী, চাঞ্চল্য কোচবিহারে
বক্সিরহাট,কোচবিহার: বিয়ের সময় এবং তারিখ সব পাকা হয়ে রয়েছে। তবে অচমকাই বাঁধ সাধলো পাত্র এবং তাঁর পরিবার! মিথ্যে অভিযোগ করা হল পাত্রীর বিরুদ্ধে! ভেঙে দেওয়া হল বিয়ে, এমনটাই অভিযোগ।
ঠিক হওয়া বিয়ের দিনেই পত্রের বাড়ির সামনে ধর্ণায় বসলেন জনৈক ওই পাত্রী। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার বক্সিরহাট এলাকার গান্ধী পাড়া এলাকায়। আর এই ঘটনার জেরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে খবর, "গান্ধী পাড়া এলাকার বাসিন্দা এক ব্যক্তির বিয়ে ঠিক হয় কিছুদিন আগেই। তাঁর সাথেই বিয়ের সময় তারিখ ঠিক করা হয়েছিল জনৈক ওই যুবতীর। বিয়ের তারিখ ছিল এদিন। তবে কোন এক অজানা কারণে গোটা বিয়ের বিষয়টি নিয়ে না জানিয়ে দেয় পাত্র এবং তাঁর পরিবারের লোকেরা। তবে এই কারণেই এদিন ওই জনৈক যুবতী বিয়ের দাবিতে পাত্রের বাড়ির সামনে ধর্ণায় বসেছেন।"
জনৈক ওই যুবতী জানিয়েছেন, "তাকে মিথ্যে অপবাদ দিয়ে বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে পাত্র এবং পাত্রের পরিবারের লোকেরা। বিয়ের তারিখ নির্ণয় করা হয়েছিল এদিন। তবে এই বিয়ে ভেঙে দেওয়ার বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হলেও কোন সহায়তা পাননি তিনি। তাই কোন রকমের পথ না পেয়ে তিনি এদিন পাত্রের বাড়ির সামনে বিয়ের ছাপানো কার্ড হাতে নিয়ে ধর্ণায় বসেছেন। যদিও পাত্রের পরিবার ওই যুবতীর ধর্ণায় বসার ঘটনার পর থেকে এলাকা থেকে উধাও হয়ে গিয়েছেন।"
পুলিশ সূত্রে খবর, "এক ব্যক্তির বিয়ে ঠিক হয়েছিল ওই যুবতীর সঙ্গে। তবে পাত্র পক্ষের কোন এক কারণে এই বিয়ে ভেঙে দেন পাত্র পক্ষের লোকেরা। তাই ওই যুবতী এদিন ওই পাত্রের বাড়ির সামনে ধর্ণায় বসেছেন। তবে গোটা বিষয়টি নিয়ে কোন প্রকার লিখিত অভিযোগ দায়ের করা হয়নি থানায়। যদি কোন প্রকার অভিযোগ দায়ের করা হয় তবে পুলিশ গোটা বিষয়টির তদন্ত করে দেখবে। বর্তমান সময়ে যাতে এলাকায় কোন রকম উত্তেজনার সৃষ্টি না হয়। সেই দিকে কড়া নজর রাখছে পুলিশ।"
ভিডিও দেখতে ক্লিক করুন- https://youtu.be/JB2i9O52AdM
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊