Manik Saha : ফের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন মানিক সাহা

Manik Saha


কয়েকদিন আগেই ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আর তারপর সরকার গড়তে তৎপর হয়েছে জয়ী দল বিজেপি। এবার ফের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন মানিক সাহা। সোমবার দলীয় বৈঠকে তাঁকেই মুখ্যমন্ত্রী করার বিষয়ে সিলমোহর দিল দল। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে ৮ই মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মানিক সাহা।



ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি (BJP)। বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী মানিক (Manik Saha) ত্রিপুরার নির্বাচনে দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ১ হাজার ৩২১ ভোটে জিতেছিলেন মানিক সাহা। 



টাউন বরদোয়ালি কেন্দ্র থেকে জিতেছেন। জয়ের পরেই বলেছিলেন, 'এই ফলে আমি খুশি। আরও বেশি আশা করেছিলাম।' একই সঙ্গে দলীয় কর্মীদের শান্তিরক্ষার বার্তা দিয়েছেন বরদোয়ালি কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রার্থী।